পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে এবার নেপালে ৪২ টন আলু রপ্তানি করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ‘থিংকস টু সাপ্লাই’ নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘সি অ্যান্ড এফ এজেন্ট তাসীন ট্রেড লিংক’–এর মাধ্যমে এসব আলু রপ্তানি করে। গতকাল রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ আবুল কালাম আজাদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। সি অ্যান্ড এফ এজেন্ট তাসীন ট্রেড লিংকের প্রতিনিধি মোমিনুর ইসলাম জানান, গতকাল থিংকস টু সাপ্লাই নামের রপ্তানিকারক প্রতিষ্ঠান নেপালে ৪২ টন আলু রপ্তানি করেছে।
এর মাধ্যমে বন্দরটি দিয়ে চলতি মৌসুমে প্রথমবারের মতো আলু রপ্তানি করা হলো। সাধারণত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয়, তার ৯৫ শতাংশই পাথর। এসব পাথর ভারত ও ভুটান থেকে আমদানি হয়ে থাকে। এ ছাড়া ভারত ও নেপাল থেকে চা প্রক্রিয়াকরণ যন্ত্রাংশ, চিটাগুড়, আদা ও পেঁয়াজ আমদানি হয়। অন্যদিকে বাংলাদেশ থেকে কাঁচা পাট, গ্লাস, ওষুধ, ব্যাটারি, খাদ্যপণ্য, টিস্যু পেপারসহ বিভিন্ন পণ্য ভারত ও নেপালে রপ্তানি হয়।