
গরমের দিন শুরু হয়েছে, সামনে আরও গরম পড়বে, বিদ্যুৎ বিল তাই বাড়তি দুশ্চিন্তা। অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম কম ব্যবহারের সুযোগ থাকলেও ফ্যান ও এসি তো চালাতেই হয়। গরম সামলানোর কিছু কৌশল প্রয়োগ করলে অবশ্য বাড়তি ফ্যান বা এসির প্রয়োজনীয়তা কমবে। কড়া রোদের সময় ঘরের দরজা-জানালায় ভারী পর্দা দিয়ে রাখুন। চাঁপাসাদা, ধূসর বা বিস্কুট রঙের মতো হালকা একটি রঙের পুরু পর্দা বেছে নিন, যা আলো আটকে দেয়। বিশেষত পশ্চিম দিকের জন্য। ভোরবেলা এবং শেষ বিকেলের বাতাস ঘরে আসতে দিন। দিনের অন্য সময়ও দক্ষিণের বাতাস আসার সুযোগ রাখুন। বারান্দায় মাঝারি গাছ রাখুন যা হাল্কা হাল্কা ছায়া ছরিয়ে রাখবে। জানালার বাইরের অংশে বাড়তি গ্রিল থাকলে সেখানেও লতানো গাছ রাখুন। ঘরের বাতাস ঠাণ্ডা রাখতে মানিপ্ল্যান্ট, স্নেকপ্ল্যান্ট, অ্যালোভেরা, ড্রাসিনা প্রভৃতি রাখতে পারেন।