January 23, 2025
edrfewsr

গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনের সকালে ঢাকার বায়ু ছিল অস্বাস্থ্যকর, মানসূচকে ঢাকার স্কোর ছিল ১৯৫। তবে আজ শনিবার সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিনের সকালে আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ২৪৪। এই মাত্রাকে ভীষণ অস্বাস্থ্যকর হিসেবেই গণ্য করা হচ্ছে। বিশ্বের ১২০টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়। ঢাকার বায়ুদূষণের কয়েকটি উৎসের মধ্যে আছে যানবাহন ও কলকারখানার দূষিত ধোঁয়া। আজ ছুটির দিন রাজধানীর রাস্তায় যানবাহন অপেক্ষাকৃত কম। আবার অনেক কলকারখানাও বন্ধ, তবু দূষণ কমেনি।

আজ সকাল সাড়ে নয়টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল ভারতের দিল্লি, স্কোর ৪৮১। আর দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ৩৫২। ঢাকার আবহাওয়া আজ ভীষণ অস্বাস্থ্যকর। আবহাওয়ার এমন অবনতি যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। ঢাকার বায়দূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার চেয়ে ৩৩ শতাংশ বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *