ভারত থেকে আমদানি হওয়া কম শুল্কের আরও এক ট্রাক ডিমের চালান খালাস দিয়েছে বেনাপোল কাস্টমস অফিস। রাতে যশোরের বেনাপোল স্থলবন্দরে ডিমের ট্রাক প্রবেশ করে। তারপরের দিন রাত আটটার দিকে ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিমের চালানটি খালাস নিয়েছে ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাইড্রোল্যান্ড সলিউশন। সুত্রের মাধ্যমে জানা যায়১৫ ডিসেম্বর পর্যন্ত ৫ শতাংশ শুল্কের সুবিধা পাবেন আমদানিকারকরা। আগে প্রতিটি ডিমে ১ টাকা ৮৩ পয়সা শুল্ক দিতে হতো। এখন থেকে প্রতিটি ডিম মাত্র ৭৬ পয়সা শুল্ক পরিশোধ করতে হচ্ছে। ফলে ভারত থেকে আমদানি করা নতুন চালানের প্রতিটি ডিম ৯ টাকার মধ্যে পাইকারি বাজারে বিক্রি করতে হবে।
অপরদিকে ডিম আমদানির ফলে বাজারে দাম কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে ৪৪-৪৬ টাকা দরে প্রতি হালি ডিম কিনতে পারছেন সাধারন মানুষ। কম শুল্কে ডিম খালাস নিচ্ছে বিক্রেতারা প্রতিটি ডিম বাজারে ৯ টাকার মধ্যে পাইকারি বিক্রি হচ্ছে। গত বছরের ৫ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ১৪ লাখ ৫২ হাজার ৯৯০ পিস ডিম আমদানি হয়েছে। একটি মাত্র প্রতিষ্ঠান এসব ডিম আমদানি করেছে। সরকারের পক্ষ থেকে কয়েকটি প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি দেওয়া হলেও এসব প্রতিষ্ঠান এখনো ডিম আমদানি করেনি।