January 22, 2025
erdcge

সকাল থেকেই সাগরের মোহনা ও নদী থেকে মাছ ধরা ট্রলার ভিড়ছে ভোলা সদর উপজেলার চডারমাথা ঘাটে। এসব ট্রলারে মূলত ইলিশের থেকে পোয়া ও পাঙাশ মাছ বেশি। ইলিশ শিকারে টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে জেলেরা আবার ফিরেছে মাছ শিকারে। ভোলা ও মোহনার মাছঘাটগুলো ফের মুখরিত তবে মাছের দাম বেশি। তবে আশানুরূপ ইলিশ না পাওয়ায় জেলেদের মুখে হাসি নেই। সকালে চডারমাথা দোকানপাটের জমজমাটি, মাছঘাটের প্রাণ ফিরে এসেছে আবার। তবে জেলে ও মাঝিরা নদীতে ফিরতে পারলেও মুখে নেই স্বাস্তির সুখ। হালান মাঝি জানান মাছের বাজারদর থাকা সত্ত্বেও তাদের খরচের টাকা ওঠে না। আবার বহু মাঝি মাছ ধরতে বেরোলেও দিন শেষে বেশ কিছু মাঝি ফিরছেন শূন্য হাতে।

জেলে মনসুর মাঝি জানান, তিনি ছোট ট্রলার নিয়ে ১ হাজার ৩০০ টাকা খরচ করে নদীতে মাছ শিকারে গিয়েছিলেন, ইলিশ পেয়েছেন সাতটি। তবে ঘাটে এনে সেগুলো ৮০০ টাকায় বিক্রি করেছেন। এতে তাঁর ৫০০ টাকা লোকসান হয়েছে। আশা করেছিলেন মাছ ধরে গত ২২ দিনের দেনা শোধ করবেন। কিন্তু উল্টো আরও দেনা হয়ে যাচ্ছে। সাধারণত অমাবস্যা ও পূর্ণিমার ওপর ভিত্তি করে নদীতে মাছ কমবেশি হয়ে থাকে। চার দিন আগে অমাবস্যা চলে গেছে। সাধারণত এর চার-পাঁচ দিন থেকে এক সপ্তাহ নদীতে তেমন একটা মাছ থাকে না। পূর্ণিমার আগমনে আবার মাছ পাওয়া যায়। এ ছাড়া প্রজনন মৌসুমে মা-ইলিশ ডিম ছেড়ে সাগরে চলে গেছে। পূর্ণিমার আগে আবার নতুন করে সাগর থেকে নদীতে ইলিশ উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *