April 19, 2025
dfsezf

১০০ বছরের বেশি সময় ধরে বাঁশ দিয়ে ঝুড়ি বানানো হয় ফদিরপুর সদর উপজেলার চাঁদপুর মল্লিকপাড়া গ্রামে। বাসিন্দাদের সঙ্গে আলাপে জানা যায় গ্রামের পূর্ব দিকে বটতলা থেকে পশ্চিম দিকে আজিজ মাস্টারের মসজিদ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় যতগুলো পরিবার বসবাস করে, তারা সবাই ঝুড়ি বানানতে যুক্ত। সম্প্রতি চাঁদপুর মল্লিকপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, উঠানে, বারান্দায়, রাস্তার ধারে, দোকানের সামনে বসে ঝুড়ি তৈরি করছেন শিশু থেকে শুরু করে বৃদ্ধরা। বিভিন্ন বাড়ি ঘুরে ঘুরে ঝুড়ি কিনতে দেখা যাচ্ছে বাইরে থেকে আসা ব্যবসায়ীদের। মো. ছবেদ মল্লিক জানান তিনি ছোটবেলায় তাঁর বাবার কাছ থেকে এই ঝুড়ি তৈরির কাজ শিখেছিলেন।

এই ঝুড়ি তৈরি করেই তাঁর সংসার চলে। তিনি ও তাঁর স্ত্রী মিলে প্রতি সপ্তাহে ছোট-বড় মিলে ৬০ থেকে ৭০টি ঝুড়ি তৈরি করতে পারেন। সব খরচ বাদ দিয়ে প্রতি সপ্তাহে তাঁদের আয় হয় চার থেকে পাঁচ হাজার টাকা। ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুজ্জামান চৌধুরী বলেন, চাঁদপুর মল্লিকপাড়া গ্রামে বানানো বাঁশের ঝুড়ি এই এলাকার একটি ঐতিহ্য। তাদের কারণে গ্রামের সুনাম ছড়িয়ে পড়েছে বিভিন্ন জেলায়। লোকে এখন ওই গ্রামকে বলে ‘ঝুড়ির গ্রাম’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *