সংস্থা: আনারসের কত যে গুণ, বলে শেষ করা যাবে না। ছুটির দুপুরে রোদ পিঠে করে বসে বিটনুন মাখিয়ে খাওয়া কিংবা চাটনি বানানো— আনারস ছোট বড় সকলেরই প্রিয়। আনারস খেলে যেমন শরীরের উপকার হয়, তেমনই আনারস দিয়ে হেয়ার প্যাক বানিয়ে মাথায় মাখলেও চুল নরম ও রেশমের মতো হয়। বাজার থেকে নামী ব্র্যান্ডের হেয়ার জেল বা সিরাম অনেক দাম দিয়ে কিনে ব্যবহার করেন অনেকেই। কিন্তু এগুলোর রাসায়নিক চুলের বারোটা বাজায়। সে জায়গায় ভেষজ উপাদান বা ফলের নির্যাস অনেক বেশি স্বাস্থ্যকর হতে পারে। মাথার ত্বকের রক্ত চলাচল সচল রাখতে আনারস খুবই উপকারী। আনারসে থাকা ব্রোমেলাইন খুশকির সমস্যাও দূর করে। আনারসে প্রদাহনাশক উপাদান আছে, যা মাথার ত্বকের যে কোনো সংক্রমণ কমাতে সাহায্য করে। আনারস-নারকেল তেলের প্যাক আনারস পিষে রস করে নেবেন। আধ কাপের মতো আনারসের রসের সঙ্গে ৩ চা চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ ভালো করে মিশিয়ে নিয়ে চুলে ও মাথার ত্বকে মালিশ করতে হবে। ১৫-২০ মিনিট অপেক্ষা করে চুল ধুয়ে নিন। উষ্ণ পানিতে চুল ধুতে পারলে বেশি ভালো হবে। এই প্যাক ব্যবহারের পরে চুলে শ্যাম্পু করবেন না। আনারস-মধুর কন্ডিশনার আনারসের রস আধ কাপ, মধু ১ চা চামচ ও অলিভ তেল ১ চা চামচ নিতে হবে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এ বার চুলে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এই হেয়ার প্যাক প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করবে। রুক্ষ চুল, ডগা ফাটার সমস্যা দূর করবে। সপ্তাহে অন্তত দু’দিন ব্যবহার করতে পারলে চুলের জেল্লা ফিরবে। চুল পড়াও বন্ধ হবে।