January 22, 2025
qswedr3

ঢাকার উত্তরার ১২ নম্বর সেক্টর পার্কে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘প্রথম আলো আনন্দমেলা’। শুক্রবার সকাল ৮টায় উত্তরা ১২ নম্বর সেক্টর এলাকায় স্থানীয়িও বাসিন্দাদের নিয়ে এই আনন্দমেলার আয়োজন করা হয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিন শতাধিক শিশু অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতা চলেছে এক ঘণ্টা। ১২ বছর বয়সী ওমরাজ দাশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ওর মা রিনি দাশ কাছে দাঁড়িয়ে সন্তানের ছবি আঁকা দেখছিলেন। রিনি দাশ বলেন, তাঁর ছেলের ছোটবেলা থেকেই আঁকার প্রতি আগ্রহ। প্রথম আলো আনন্দমেলায় যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে, তা তাঁর ছেলেই তাঁকে জানিয়েছে।

সকাল থেকে শিশু-কিশোর, অভিভাবকসহ এলাকাবাসীর আগমনে এই আনন্দমেলা জমজমাট হয়ে উঠেছে। বায়োস্কোপ দেখে ১০ বছর বয়সী আবরার হামিম আনন্দিত। সে বলে, বায়োস্কোপে মিনা-রাজু, মোটুপাতলু, বাঘ দেখেছে। বাঘ দেখতে পাওয়ায় ওর ভালো লেগেছে।বায়োস্কোপ দেখে ১০ বছর বয়সী আবরার হামিম আনন্দিত। সে বলে, বায়োস্কোপে মিনা-রাজু, মোটুপাতলু, বাঘ দেখেছে। বাঘ দেখতে পাওয়ায় ওর ভালো লেগেছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও এই আনন্দমেলায় কুইজ প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, চকলেট দৌড়, নারী অভিভাবকদের জন্য বালিশ খেলা, পুরুষ অভিভাবকদের জন্য মিউজিক্যাল চেয়ার খেলাসহ নানা আয়োজন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *