January 23, 2025
WhatsApp Image 2024-11-21 at 12.11.13 PM

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক অবরোধ করেছেন। একারনে লাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ কমিশনার জানান মহাখালী মোড়ে সকাল ৯টার পর ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক অবরোধ করেন। দুই হাজার চালক একসঙ্গে জড়ো হয়েছেন, তবে তারা কেউ রিকশা নিয়ে আসেননি। পায়ে হেঁটে এসে হঠাৎ অবরোধ শুরু করেন। তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে তাদের বুঝিয়ে সড়ক অবরোধ ছেড়ে দিতে বলা হলেও তারা সরেননি। পুলিশ আরও জানান মোহাম্মদপুরের তিন রাস্তা মোড়ে ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক অবরোধ করেন। এতে করে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন কয়েকশ মানুষ। তিন রাস্তা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

প্রায় ১৩ লাখ রিকশা চলাচল করছে রাজধানীতে। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত। পুরাতন প্যাডেলচালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে। ফলে নিয়মিত ঘটছে দুর্ঘটনা। অনেকে আহত হচ্ছেন, প্রাণহানির ঘটনাও ঘটছে। ঢাকার দুই সিটি করপোরেশন কয়েক দফা অভিযান চালালেও থেমে নেই অবৈধ এসব বাহনের দৌরাত্ম্য। তাই ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। মূলত এই ভিত্তিতেই বিক্ষোভ দেখান রিকশাচালকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *