মৌলভীবাজারের জুড়ী উপজেলার আতিয়াবাগ চা-বাগানে সমান মজুরির দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিকেরা। এ ছাড়া বাগানটিও খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে বাগানটির স্বাভাবিক কার্যক্রম আবার সচল হয়েছে। দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান ‘আকিজ টি কোম্পানি’ আতিয়াবাগ বাগানটি পরিচালনা করছে। সোনারুপা ও ধামাই নামের একই প্রতিষ্ঠানের পাশাপাশি আরও দুটি চা-বাগান আছে। শ্রমিকেরা বলেন, আতিয়াবাগে ‘বি’ শ্রেণির এই বাগানে ২৪২ জন স্থায়ী ও ১৩০ জন অস্থায়ী শ্রমিক কাজ করেন।
সরকার ২০২৪ সাল থেকে প্রতিবছর শ্রমিকদের মজুরি ৫ শতাংশ (৮ দশমিক ৫০ টাকা) করে বৃদ্ধির গেজেট ঘোষণা করে। সেই অনুযায়ী, আতিয়াবাগের স্থায়ী শ্রমিকেরা দৈনিক মজুরি ১৭৭ দশমিক ৪৫ টাকা করে পেলেও অস্থায়ী শ্রমিকেরা মাত্র ১৬৯ টাকা করে মজুরি পান। তাঁদের মজুরি বৃদ্ধি হয়নি। এই সমস্যা নিয়ে একটি বৈঠক হয়, ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম বলেন, বৈঠকটি ফলপ্রসূ হয়েছে।