April 19, 2025
esdwafrwesa

হাটটির নাম ধলগ্রাম হাট, স্থানীয়ভাবে ধলগাঁ হাট নামে সুপরিচিত। যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রামে কাজলা নদীতীরের এই হাটের বয়স দুই শ বছরেরও বেশি। পশ্চিম থেকে পূর্বমুখী নদীটি আচমকা বাঁক নিয়ে দক্ষিণমুখী হয়েছে। নদীটি যেখানে বাঁক নিয়েছে সেই জায়গার নাম ধলগ্রাম। বাঁক থেকে একটি নদী বেরিয়ে সোজা পূর্ব দিকে চলে গেছে। নদীর নাম কাজলা। বাঁক নেওয়ার জায়গার থেকে কিছুটা দূরে নদীর তীরে ধলগ্রাম হাট। হাট বসে সপ্তাহে দুই দিন শনি ও বুধবার। সেখানে গেলে দেখা যায় হাটের ভেতর গলি।

ইটের তৈরি গলির দুই পাশে সারি সারি ছোট-বড় টিনের দোকানঘর, দেখা যায় অস্থায়ী দোকান ও। ধলগ্রাম হাটের প্রধান অংশে রয়েছে নদীর তীরে একটি ঘাট। এই ঘাটে ভেড়ে নৌকা, ইঞ্জিনচালিত ট্রলার। হাটে আসা লোকজন ব্যবহার করেন বহু পুরনো এই ঘাট। ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘ধলগ্রামের হাটটি ঐতিহ্যবাহী ও সুপ্রাচীন। বাবা-দাদাদের কাছে শুনেছি, তাঁরা বহুকাল ধরে এই হাটে বেচাকেনা করেছেন। নদীর ঘাটটি ভেঙে গেছে। ঘাটটির সংস্কারে উদ্যোগ নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *