কিছুদিন আগে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ ছিল সংকটাপন্ন। মাঝে এই সংকট সরকারের পক্ষ থকে উদ্যোগ নিয়ে কমানোর চেষ্টা করা হয়েছিল। তবে তিন-চার দিন ধরে বোতলজাত সয়াবিনের সরবরাহ আবার কমেছে। গত সপ্তাহের তুলনায় আলুর দাম কেজিতে ৫ টাকার মতো বেড়েছে। খুচরা বিক্রেতারা বলেছেন, বাজারে দু-তিনটি কোম্পানি ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। এবং যেসব ব্র্যান্ডের তেল পাওয়া যাচ্ছে, তা–ও চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের হিসাবে, আগের সপ্তাহের তুলনায় খুচরা পর্যায়ে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪-৫ টাকা ও পাম তেলের দাম ৩-৪ টাকা কমেছে।বর্তমানে এক লিটার খোলা সয়াবিন ১৬৫-১৬৮ টাকা এবং এক লিটার খোলা পাম তেল ১৫৭-১৫৯ টাকায় বিক্রি হচ্ছে। যদিও এক মাস আগের তুলনায় খোলা পাম ও সয়াবিনের দাম এখনো বেশি। অতিবৃষ্টি ও বন্যার কারণে এ বছর আলুর বীজ লাগাতে দেরি করেছেন কৃষকেরা। এ কারণে মৌসুম চলে এলেও বাজারে এখনো দেশি নতুন আলু আসেনি। অন্যদিকে হিমাগারে মজুত করা পুরোনো আলুর সংগ্রহও শেষের দিকে।