April 16, 2025
WhatsApp Image 2025-04-08 at 11.36.50 AM

দেশে প্রথমবারের মতো বিদ্যুৎচালিত দ্রুতগতির ট্রেন চালু করতে পাঁচ বছর ধরে শুধু সমীক্ষাই চালাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ইলেকট্রিক ট্রেন চালু হলে দেশের ভ্রমণ ও পণ্য পরিবহনে আসবে বৈপ্লবিক পরিবর্তন। দুবার সময়-ব্যয় বাড়িয়েও সেই সমীক্ষা প্রকল্পের কাজ শেষ হয়নি। নতুন করে ফের প্রকল্পের ব্যয়-সময় বাড়ানোর আবেদন করেছে রেলওয়ে। সেই বর্ধিত সময়েও অবশিষ্ট কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। বর্তমানে প্রকল্পের ভৌত অগ্রগতি ৮০ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৩৬ দশমিক ৪৯ শতাংশ। সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ ডিজাইন শেষে লাভজনক বিবেচিত হলে বিনিয়োগ প্রকল্প বাস্তবায়ন করা হবে। নারায়ণগঞ্জ দেশের অন্যতম প্রধান শিল্প ও ব্যবসা-বাণিজ্য কেন্দ্র। চট্টগ্রামের প্রধান সমুদ্র বন্দরের মাধ্যমে বাংলাদেশের ৯০ শতাংশ আমদানি-রপ্তানি হয়। বাংলাদেশের ৩০ শতাংশ জনসংখ্যা নারায়ণগঞ্জ, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে বসবাস করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *