April 16, 2025
WhatsApp Image 2025-04-08 at 11.19.31 AM

সারাদেশে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে। ফলে ক্রমাগত তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের ৮ জেলায় তাপপ্রবাহ বইছে। এদিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপে পরিণত হলে দেশে বৃষ্টির পরিমাণ বাড়বে। এতে তাপমাত্রা কমে গরমও কমতে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, সাগরে অবস্থানরত লঘুচাপ আগামী দুই-তিন দিনের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামীকাল তাপমাত্রা কিছুটা কমতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ফেনীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *