নিষেধাজ্ঞা শেষ হলেও দক্ষিনি মাছ বাজারে মিলছে না পর্যাপ্ত পরিমাণে ইলিশ। সামান্য কয়েকটি মাছ দেখা গেলেও তার দাম আকাশ ছোঁয়া কিনতে পারছে না সাধারন মানুষ এ কারণে ইলিশের বেচাকেনা কম জানিয়েছে হতাশ বিক্রেতারা। ৩ নভেম্বর ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ হয়। স্থানীয় মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, প্রজনন মৌসুম শেষ হওয়ার পর সাগর থেকে মেঘনায় তেমনভাবে ইলিশ আসছে না। এবং নদীতে পানির চাপ কমে যাওয়ায় জেলেদের জালে প্রত্যাশিত ইলিশ ধরা পড়ছে না। এর ফল স্প্রবরূ প্রভাব পড়েছে স্থানীয় বাজারগুলোতে।
দক্ষিণ সদর বাজারের মাছ বিক্রেতা প্রাণ কৃষ্ণ দাস বলেন, এখন বাজারে তেমন ইলিশ আসছে না। নিষেধাজ্ঞা শেষে বাজারটিতে প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৬ কেজি ইলিশ আসছে, এর ওপর দাম চড়া। সম্প্রতি স্থানীয় বাজারে ইলিশ কিনতে গিয়ে ক্রেতা জানান, ‘নিষেধাজ্ঞার সময় ইলিশ কিনতে পারি নাই। কয়েক দিন আগে একখান বড় ইলিশ কিনতে বাজারে গেছি। দাম হুইনা মাথা ঘুইরা গেছে। কম টেয়া নিয়া ইলিশ কিনুম ক্যামনে। এরলিগা মুলামুলি কইরাই চইলা আসছি।’