April 16, 2025
fsd

অন্যান্য পেশার মতো আইন পেশায়ও নারীরা তাদের প্রতিভার সাক্ষর রেখে এগিয়ে যাচ্ছেন। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আইনজীবীর সংখ্যা প্রায় ১৫ হাজার। এর মধ্যে নারী আইনজীবী এক হাজার সাত শতাধিক। সরকারের পক্ষে মামলা পরিচালনা করতে আইন কর্মকর্তা হিসেবেও নিয়োগ পাচ্ছেন নারীরা। ৬৭ জন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেলের মধ্যে ১১ জনই নারী। ১৫৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের মধ্যে ৩৬ জন নারী। আইন পেশায় নারীর অংশগ্রহণ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুঁইয়া বলেন, সমাজের সবক্ষেত্রে নারীরা যেমন এগিয়ে যাচ্ছেন, সুপ্রিম কোর্টেও তার প্রতিফলন হচ্ছে। আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নারী বিচারপতি নিয়োগ পেয়েছিলেন তিনজন।

উনারা অবসরে চলে গেছেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সুপ্রিম কোর্টে অনেক নারী আইনজীবী আছেন। তাদের মধ্যে অনেকেই খুব ভালো করছেন। নতুন যারা আইনজীবী হয়ে আসছেন, তাদের মধ্যেও আনুপাতিক হারে নারীর সংখ্যা উল্লেখ করার মতো। অন্যান্য শ্রেণি-পেশার মতো আইন পেশায় যেন আরও বেশি নারী আসেন এই প্রত্যাশা করছি।’ সুপ্রিম কোর্টের নারী আইনজীবীরা এর আগের বছরগুলোতে আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ) পালন করলেও এবারের কর্মসূচি সম্পর্কে বলতে পারেননি কেউ। গত বছর রাজধানীর রমনা পার্কে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছিলেন আইনজীবীরা। ‘পৃথিবী নিরাপদ হোক সকল নারীর জন্য’ স্লোগানে উদযাপিত দিবসটি নারী আইনজীবীদের মিলনমেলায় পরিণত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *