April 17, 2025
WhatsApp Image 2025-04-10 at 10.51.39 AM

পহেলা বৈশাখে বেড়ে যায় মাটির তৈরি হাড়ি-পাতিলের কদর। তবে এই কদর ধীরে ধীরে কমে আসছে বলে আক্ষেপ মৃৎশিল্প দোকানিদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর সংলগ্ন মৃৎশিল্প ক্রয়-বিক্রয়ের দোকানগুলোতে সরেজমিনে দেখা যায়, এবারের নববর্ষ ঈদের পরপরই হওয়ায় তেমন কোনো আগ্রহ দেখাচ্ছে না ক্রেতারা। সাইফুল ইসলাম নামে একজন দোকানি বলেন, করোনার আগেও আমরা একসঙ্গে ৫০০ পিস, ১০০০ পিস কুলা/চালনের অর্ডার পেতাম। তবে করোনার পর আর পাইনি। এ বছরই তার ব্যতিক্রম নয়। যারা কিনতে আসছে তারাও ৪/৫ পিসের বেশি কিনছে না। আমিনুল হক নামে একজন ক্রেতা বলেন, নববর্ষ উপলক্ষে এক বিদেশি বন্ধুর জন্য মাটির প্লেট কিনতে এসেছি। আমার মাটির জিনিসে তেমন আগ্রহ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *