দুপুরে বিএসএমএমইউতে সংবাদ সম্মেলন করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিজের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, আমরা গত দুই বছর ধরে ভাতা বৃদ্ধির যৌক্তিক দাবি নিয়ে সংগ্রাম করছি। আমাদের এই দাবি যৌক্তিক সেটা সবাই বলেছে। তারপরও আমাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছিল না। সর্বশেষ আমরা কর্মবিরতিসহ একদিন শাহবাগ মোড় অবরোধ করি।
তিনি আরও বলেন, আন্দোলনের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে আমাদের মাসিক ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে জানুয়ারি থেকে ৩০ হাজার টাকা এবং জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার আশ্বাস দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। তবে হুঁশিয়ারি জানিয়ে ডাক্তাররা বলেন জুলাই থেকে ভাতা ৩৫ হাজার টাকা না করা হলে আবারও আন্দোলনে যাবেন।