
আগামী ২৪ ঘণ্টা মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে দেশে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, ফলে কমবে দিন ও রাতের তাপমাত্রা। আগামী তিন দিনের জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এবং দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে সামান্য। ভোরের দিকে সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।দেশের বিভিন্ন অঞ্চল থেকে পজাচ যাচ্ছে শীলাবৃষ্টির খবর। পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবারের সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে। দেশ জুড়ে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।