April 18, 2025
ftrujgt

জুলাই অভ্যুত্থানে আহত ১০০ জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আহতদের স্বচ্ছলতায় ফেরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাঁরা আহত হয়েছেন, সবাইকে তো সব জায়গায় দেওয়া সম্ভব না। আমাদের প্রস্তাবে যাঁকে যেখানে সম্ভব, সেখানে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে।’ যানযট সমস্যা নিয়ে কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী, ‘যানজট দূর করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয়। আমরা তারপরও এক হাজার শিক্ষার্থী দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করার জন্য প্রস্তাব পাঠিয়েছি। তাঁদেরকে আমরা ন্যূনতম একটা পারিশ্রমিক দেব। শুরুতে ইচ্ছা ছিল ৫০০ জন নিয়ে কাজ করব। তবে সে পরিমাণ লোকবল পাওয়া যায়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *