
ইটভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়নের কাগজপত্র না থাকায় ঢাকার নবাবগঞ্জে পাঁচটি ভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। এ ঘটনায় নবাবগঞ্জের অন্য ২০টি ইটভাটামালিকদের মধ্যেই আতঙ্ক ছড়িয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নবাবগঞ্জের বেশ কিছু ইটভাটামালিক ইট পুড়িয়ে যাচ্ছেন।
নবাবগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম বলেন, ইটভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়নের কাগজপত্র না থাকায় পাঁচটি ভাটাকে অর্থদণ্ড করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্ত দিলরুবা ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তর নিজস্ব জনবল নিয়ে তাঁদের আইনেই অভিযান পরিচালনা করেছে। ভ্রাম্যমাণ আদালত ওই পাঁচটি ইটভাটায় গিয়ে চলতি বছরের নবায়নের কাগজপত্র দেখতে চান। কিন্তু এসব ইটভাটার কাগজপত্র নবায়ন করা নেই। সেই সঙ্গে ইট তৈরিতে ব্যবহৃত মাটির কোনো চালান নেই। এমন নানা অনিয়মের দায়ে পাঁচটি ইটভাটাকে ৫৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।