
রোজার আগেই লেবুর বাজার চড়া হয়ে গেছে। এখন ৪০ টাকার কমে ১ হালি লেবু পাওয়া যাচ্ছে না। নানা জাতের ১ হালি লেবুর দাম এখন ৪০ থেকে ১২০ টাকার মধ্যে ঘোরাঘুরি করছে। আগামী সপ্তাহ থেকে রমজান মাস শুরু হচ্ছে। রমজান মাসে ইফতারে লেবুর শরবত অন্যতম প্রধান পানীয়। ধনী-গরিবনির্বিশেষে সবার কাছে ইফতারে লেবুর শরবতের চাহিদা থাকে। আকারে বড় শরবতি লেবুর ১ হালির দাম ১০০ থেকে ১২০ টাকা। ১টির দাম পড়ে গড়ে ২৫ থেকে ৩০ টাকা। শরবতি লেবু কলম্বো লেবু নামেও পরিচিত। এই লেবুকে সিলেটের লেবু হিসেবেও বলেন অনেক বিক্রেতা। এলাচি লেবুর দাম হালিপ্রতি ৪০ থেকে ৬০ টাকা।
সামনে দাম আরও বাড়তে পারে। কারণ, রোজায় লেবুর চাহিদা ৮ থেকে ১০ গুণ বেড়ে যায়। মৌসুম নয়, এমন সময় রোজার মাস পড়েছে। তিনি জানান, আগামী চৈত্র ও বৈশাখ মাসে লেবুর ভরা মৌসুম। বিক্রেতারা জানান, বর্ষার সময় লেবুর ভরা মৌসুম। তবে বৈশাখ মাসে বৃষ্টি বাদল শুরু হলেই লেবুর মৌসুম শুরু হতে থাকে। শুকনা মৌসুমে লেবুর উৎপাদন তলানিতে থাকে। এ বিষয়ে উত্তরার বাসিন্দা ও চাকরিজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, সামনে রোজা আসছে। রোজায় বেশির ভাগ মধ্যবিত্ত পরিবারে লেবুর শরবত দিয়ে ইফতার করেন। কিন্তু এবার লেবুর বেশি দামের কারণে ইফতার থেকে লেবুর শরবত বাদ দিতে হবে।