April 16, 2025
Capture
সংস্থা: মালদ্বীপের তরুণ-তরুণীর কাছে ২৪.১২.২৪ তারিখটি বিশেষ দিন । এই ম্যাজিক ফিগারকে স্মরণীয় করে রাখতে দেশটিতে একদিনে রেকর্ড ৫২টি বিয়ে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রেকর্ড ৫২টি বিয়ে হয়েছে। দেশটিতে আনুষ্ঠানিকভাবে ১৬টি এবং অনানুষ্ঠানিকভাবে ৩৬টি বিয়ে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে মালদ্বীপের পারিবারিক আদালত। খবর সান এমভির।


দক্ষিণ এশিয়ার ছোট্ট এই দেশটির জনসংখ্যা প্রায় ৬ লাখের মতো। দেশটিতে বাংলাদেশসহ কয়েকটি দেশের প্রবাসী আছেন এক-তৃতীয়াংশ। এত কম মানুষের দেশের বাসিন্দারা বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ এই দিনকে বেছে নিয়েছেন।

তবে ২৪.১২.২৪-তে বিয়ে করতে ফ্যাশন সচেতন যুগলদের যেমন হিড়িক দেখা গেছে, অন্য কোনো দিবসে তেমনটা দেখা মেলা ভার।

চলতি বছরে এমন আরো একটি ম্যাজিক ফিগারে এ রকম বিয়ে হয়েছে, যা দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বিবাহের তারিখ ছিল ২৪.৪.২৪। এদিন দেশটিতে ৩৮টি বিয়ে হয়।

মালদ্বীপের পারিবারিক আদালত জানিয়েছে, দেশটিতে বিয়ে বিচ্ছেদের চাহিদা বেশি থাকায় আগামী বছরের সপ্তাহের সব দিন এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও বিয়ের আনুষ্ঠানিকতা করবে।

এর আগে দেশটির আদালত সাপ্তাহিক ছুটির দিনে কোনো বিবাহের আনুষ্ঠানিকতা হতো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *