
রাজধানীর শপিংমল ও ফ্যাশন হাউজগুলোতে বেচাবিক্রিও ঠিকমতো শুরু হয়নি। রোববার দুপুরে ধানমন্ডিতে নতুন আড়ং আউটলেটে দেখা গেলো উলটো চিত্র। ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেলো শুধু কেনাকাটা নয়, নান্দনিক আউটলেটটি ঘুরে দেখতেই তারা এসেছেন। শুক্রবার ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং ধানমন্ডি ২ নম্বর সড়কে তাদের নতুন ফ্ল্যাগশিপ আউটলেটের উদ্বোধন করেছে। ৬০ হাজার বর্গফুট জায়গাজুড়ে ৮তলা বিশিষ্ট এই স্টোরটিকে আড়ং বিশ্বের সর্ববৃহৎ ক্রাফট স্টোর বলছে।
রাজধানী উত্তরা থেকে এসেছেন নাজনীন নাহার। তিনি বলেন, শুধু কেনাকাটা করতে আসিনি। শো রুমটি দেখতেও এসেছি। নকশি কাঁথা, শিল্পকর্ম সব কিছু মিলিয়ে দোকানটি নিজেই একটি শিল্পকর্ম হয়ে উঠেছে। ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা আবেদ বলেন, এই নতুন ফ্ল্যাগশিপ স্টোর বাংলাদেশের কারুশিল্প ও ঐতিহ্যকে বিশ্ব-দরবারে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের প্রতিটি পণ্য একেকটি গল্প বলে, যা গ্রাহক ও কারুশিল্পীদের মাঝে মেলবন্ধনস্বরূপ। এই স্টোর আড়ংয়ের বিশ্বমঞ্চে এগিয়ে যাওয়ার যে অঙ্গীকার, তারই প্রতিফলন।