April 18, 2025
erfws

কুমিল্লার লাকসামে বিস্তীর্ণ ফসলের মাঠে ফুটেছে শাপলা ফুল। এমনই দৃশ্য দেখা যায় তারাপুর গ্রামের ফসলের মাঠে। দূরদূরান্ত অবধি চোখ ধাঁধানো লাল শাপলা। কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক লাগোয়া হওয়ায় প্রতিদিন দূরদূরান্ত থেকে ছুটে আসছেন শত শত প্রকৃতিপ্রেমী মানুষ। তারাপুর গ্রামটিতে ফসলের মাঠে কোথাও হাঁটুপানি আবার কোথাও কোমর সমান। এরইমধ্যে বিস্তীর্ণ মাঠজুড়ে লাল শাপলার গাছ।

স্থানীয় সূত্রে জানা যায় বিগত সময়ে কখনোই একসঙ্গে এতো শাপলা তারা দেখেননি। এবার বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হয় হাজার হাজার শাপলা গাছ। আবদুল্লা আল মামুন নামে এক তরুণ বলেন, আমার গ্রাম এখানে। প্রতিদিন সকালে অন্তত একবার লাল শাপলাগুলো দেখতে আসি। তারাপুরের এক কৃষকের কাছ থেকে জানা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত মানুষ আসে এ গ্রামে। শাপলা ক্ষেতে নেমে ছবি তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *