April 18, 2025
WhatsApp Image 2025-03-11 at 11.41.13 AM

বাংলাদেশের অন্যতম ব্যস্ততম মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সড়কটি দিয়ে দৈনিক অন্তত ১৮-২০ হাজার যানবাহন চলাচল করে। তবে সড়কটিতে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এবারের ঈদযাত্রায় যানজট থেকে মুক্তি মিলবে বলে ধারণা করছেন পরিবহন চালকরা। মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, মহাসড়কের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা পর্যন্ত মোট ২১ কিলোমিটার সড়কের সাইনবোর্ড, মৌচাক বাসস্ট্যান্ড, ১০তলা, চিটাগাং রোডের শিমরাইল মোড়, কাঁচপুর বাসস্ট্যান্ড, মদনপুর ও মোগরাপাড়া চৌরাস্তায় যানবাহন চালক ও যাত্রীদের যানজটের ভোগান্তিতে পড়তে হতে পারে।

পরিবহন চালকরা বলছেন, মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ডের ঢাকাগামী ও চট্টগ্রামগামী উভয়ের আঞ্চলিক লেন, ১০তলা ভবন সংলগ্ন, শিমরাইল বাসস্ট্যান্ডে, মদনপুর ও মোগরাপাড়া চৌরাস্তায় অসংখ্য গাড়ি পার্কিং আর যাত্রী ওঠানামার জন্য সবসময় জটলা হয়ে থাকে। চালকদের মতে, প্রশাসন কর্তৃক এসব পয়েন্টগুলো সচল রাখার পাশাপাশি মেঘনা টোলপ্লাজায় দ্রুত টোল আদায় করা গেলে এবং পুলিশের তৎপরতা থাকলে যাত্রীদের এবারের ঈদযাত্রা স্বস্তির হবে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী পরিচালক আব্দুর রহিম জানান, এবার ঈদযাত্রা উপলক্ষে এরইমধ্যে মেঘনা টোলপ্লাজায় ১২টি বুথ বসানো হয়েছে। টোলপ্লাজায় সমস্যা হবে না। আর সড়ক সংস্কারের বিষয়টি হচ্ছে, আমরা সড়ক পরিদর্শন করেছি। কিছু অংশে খানাখন্দ রয়েছে, সেগুলো ঈদের আগেই সংস্কার করা হবে। এই কাজের জন্য যানজট সৃষ্টি হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *