April 16, 2025
WhatsApp Image 2025-04-07 at 1.17.49 PM

টানা কয়েক মাস ধরে বৃষ্টিহীন দেশের দক্ষিণাঞ্চল, সারাদেশের অবস্থাও প্রায় একই। ষ্টির দেখা না পাওয়ায় রবিশস্যের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে বলে জানান কৃষক ও কৃষি কর্মকর্তারা। কৃষকরা বলছেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় শস্যক্ষেত একেবারেই শুষ্ক হয়ে গেছে। এতে শস্যের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। মুগ ডালের গাছ হলেও তাতে শুঁটি ধরছে না, পাতা শুকিয়ে যাচ্ছে।

কৃষক বাবুল শিকদার বলেন, ‘বৃষ্টি না হওয়ায় আমার অপুষ্ট মরিচ গাছগুলো ক্ষেতে শুকিয়ে যাচ্ছে। মুগের অবস্থাও বেশি ভালো নয়। কিছুদিনের মধ্যে বৃষ্টি না হলে আমাদের এখানে এবার ফলন খুব খারাপ হবে। মরিচ ও ডালের বাজার অনেক চড়া থাকবে।’ আবহাওয়াবিদ বলেন, ‘পটুয়াখালীর আবহাওয়া ধীরে ধীরে কমবে। ১০ এপ্রিলের পর পটুয়াখালীসহ সারাদেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *