টানা ৩ মাস ১০ দিন বন্ধ থাকার পর সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হলো। আজ শুক্রবার ভোর ৬টায় পৌর শহরের বাজার স্টেশন থেকে আটটি বগিতে ৪২ জন যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। গত দুই দিনে এই স্টেশনে ৪২টি টিকিট বিক্রির বিপরীতে ১০ হাজার ১৩৫ টাকা জমা হয়েছে। পূর্বঘোষিত সময়েই আজ সকাল ৬টায় আটটি বগিতে ৪২ জন যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। আজ ছুটির দিন থাকায় ট্রেনে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম হয়েছে। এখন থেকে শনিবার ব্যতীত সপ্তাহের বাকি দিনগুলোতে ট্রেনটি ভোর ছয়টায় সিরাজগঞ্জ থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে।
একই সঙ্গে বিকেল সোয়া চারটায় ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে আসবে।আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট বাজার স্টেশন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে স্টেশন দুটি মেরামতসহ ট্রেনটি চালুর দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদানসহ, সভা-সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেই সঙ্গে ২০ নভেম্বরের মধ্যে ক্ষতিগ্রস্ত শহীদ এম মনসুর আলী স্টেশনটিও জরুরি সংস্কার করে চালু করা হবে। পরবর্তীতে বরাদ্দ পেলে পূর্ণাঙ্গ উন্নয়নকাজ সম্পন্ন করা হবে।