
২০১৯ সালে চট্টগ্রামে ৪১.২৬ একর জায়গাজুড়ে স্থাপন করা হয় ভান্ডালজুড়ি পানি শোধনাগার। পরিকল্পনা ছিল ছোট-বড় ১৩টি শিল্পপ্রতিষ্ঠান পানি পাবে এখান থেকে। তবে দীর্ঘদিনেও চালু হয়নি প্রকল্পটি গ্রাহকদের আগ্রহ কম বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। দৈনিক ছয় কোটি লিটার পানি সরবরাহের ক্ষমতা নিয়ে চট্টগ্রামে গড়ে তোলা হয় ভান্ডালজুড়ি পানি শোধনাগারটি। কিন্তু কয়েক দফা সময় পরিবর্তনের পরেও প্রকল্পটি থেকে পানি সরবরাহ শুরুর সিদ্ধান্ত নিতে পারছে না চট্টগ্রাম ওয়াসা। প্রকল্পের শুরুতেই চট্টগ্রামের দেশি-বিদেশি কারখানাগুলোর প্রায় সবগুলোই পানি নেওয়ার আগ্রহ দেখিয়েছিল। কিন্তু প্রকল্প শেষে এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানই ইতিবাচক সাড়া দেয়নি।
তাই প্রকল্পটি কবে চালু হবে তাও বলতে পারছেন না সংশ্লিষ্টরা। প্রকৌশলী মাহবুবুল আলম জানিয়েছেন এখন গভীর নলকূপের পানি ব্যবহার করছে। পানি সরবরাহ শুরু করতে পারা যায়নি বলে আবাসিকে সংযোগ কাঙ্ক্ষিত পরিমাণে বাড়েনি। আশা করা যায় পানি সরবরাহ শুরু হলে সংযোগের চাহিদাও বাড়বে। তিনি আরও জানান ওয়াসার ভান্ডালজুড়ি প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত বর্ধিত করা হয়। আশা করা হচ্ছে সময়ের মধ্যে কাজ শেষ হলে শিল্পকারখানা ও আবাসিকে সংযোগ স্থাপন সম্ভব হবে।