একদিন যাঁরা ছিলেন শিক্ষার্থী, তাঁদের অনেকেই এখন শিক্ষক। তবে প্রিয় শিক্ষকদের কাছে পেয়ে তাঁরা যেন ফিরে গেলেন সেই শ্রেণিকক্ষে বসে পাঠ গ্রহণের দিনগুলোতে। গতকাল শুক্রবার ছুটির দিনের সন্ধ্যায় শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের এই প্রীতিময় আয়োজনটি সম্পন্ন হলো ধানমন্ডির ফরেস্ট লাউঞ্জ নামের একটি রেস্তোরাঁয়। আনোয়ারুল হকের শিক্ষকতার ৫০ বছর পূর্তি।
দীর্ঘ অর্ধশতাব্দীব্যাপী জ্ঞানের আলো বিতরণ করে তাঁরা যে অজস্র শিক্ষার্থীর জীবন আলোকিত করেছেন, তেমন কিছু প্রাক্তন শিক্ষার্থী তাঁদের প্রিয় এই দুই শিক্ষকের সংবর্ধনার আয়োজন করেছিলেন। অনেকটাই অনাড়ম্বর ঘরোয়া পরিবেশ ছিল অনুষ্ঠানের। তবে হৃদয়াবেগে ছিল প্রাণবন্ত, আন্তরিকতায় উষ্ণ। সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘শিক্ষকতা–জীবনের পঞ্চাশ বছর অতিক্রম করা গৌরবের। শিক্ষার্থীদের কাছ থেকে সংবর্ধনা পাওয়া খুবই আনন্দজনক।’