গত কয়েকদিন তাপমাত্রার পারদ ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করলেও তা আবার ৯ ডিগ্রির ঘরে নেমেছে। এদিকে সকাল থেকে দিনভর রোদ ঝলমলে আবহাওয়া থাকায় তেমন শীতের তীব্রতা নেই, বরং দুপুরের দিকে গরম অনুভূত হচ্ছে। স্থানীয়রা জানান, দিন ও রাতে দুই রকম তাপমাত্রা বিরাজ করছে জেলাজুড়ে। গভীর রাতে শীতের তীব্রতা থাকছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাংলানিউজকে বলেন, সোমবার সকাল ৯টায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও এদিন বেলা ১২টায় রেকর্ড হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে দিনের তুলনায় রাতের তাপমাত্রা অনেকটাই কমে আসছে। সেই সঙ্গে উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসের কারণে রাতে কনকনে শীত অনুভূত হচ্ছে।