April 16, 2025
WhatsApp Image 2025-03-22 at 1.48.01 PM

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের জগদল গ্রামের তিনটি টিউবওয়েলের সব কটিই নষ্ট। এই গ্রামে ২৫০ বিঘার বোরো চাষের একটি ‘স্কিম’ ছিল। গভীর নলকূপের সেচেই চলত বোরো চাষ। ভূগর্ভে পানি কমে যাওয়ায় বছর দশেক ধরে সব জমিতে বোরো চাষ বন্ধ। তাই এসব খেতে এখন গমের চাষ হয়। পানির অভাবে চলতি বছর বরেন্দ্র অঞ্চলের তিন জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর আট উপজেলায় বোরো চাষ সীমিত করে দিয়েছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ, এই প্রতিষ্ঠানটি সেচের পানি সরবরাহ করে।

রাজধানী বা দেশের অন্যত্র পুনর্ভরণে সাময়িকভাবে প্রকল্প নেওয়া হলেও সেগুলো তেমন কার্যকর নয়। সবচেয়ে বেশি ভূগর্ভস্থ পানি সংগ্রহ করা ঢাকা ওয়াসার পুনর্ভরণ প্রকল্পের কোনো গতি নেই। ভূগর্ভস্থ পানি নিয়ে এই শঙ্কার মধ্যে আজ ২২ মার্চ পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস। গবেষকদের একজন আনোয়ার জাহিদ জানান, দেশের প্রায় কোথাও পুনর্ভরণের সুষম চিত্র দেখা যাচ্ছে না। ভূগর্ভ থেকে পানি কেবল উঠছে, আর মাটির তল ফাঁকা হচ্ছে। পানির কৃত্রিম পুনর্ভরণ এখন দ্রুত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *