আজ বুধবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কুয়াশা পড়েছে। কুয়াশার সঙ্গে আছে শীতের মিলমিলে হাওয়া। তাতে শীতের অনুভূতি কিছুটা বেড়েছে। দক্ষিণের খুলনা অঞ্চল ছাড়া কুয়াশার দাপট প্রায় সর্বত্র। আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, আজ থেকে দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা থাকতে পারে। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা কমে গেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস।
এমন কুয়াশা ও শীত আগামী অন্তত দুই দিন চলতে পারে বলে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছেন। আজ দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে গেলেও রাজধানীতে কিন্তু কমেছে। আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস থেকে জানা যাচ্ছে আগামী রোববার থেকে তাপমাত্রা বেড়ে চলতি মাসের মাঝামাঝি সময় থেকে আবার তা কমতে পারে।