
বিশ্বের ১২৪টি শহরের মধ্যে আজ বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে নেপালের রাজধানী কাঠমান্ডু। তবে ঈদুল ফিতরের ছুটিতে ফাঁকা ঢাকায় বায়ুর মানের উন্নতি হয়েছে। তালিকায় ৯ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী। আইকিউএয়ার সূচক অনুযায়ী, দূষণের শীর্ষে থাকা কাঠমান্ডুর স্কোর ২৬০ যা ‘খুবই অস্বাস্থ্যকর’।
ঈদুল ফিতরের ছুটিতে ঢাকা ছেড়েছেন অসংখ্য মানুষ। কার্যত ফাঁকা গেছে রাজধানী। এই অবস্থায় নগরীর বায়ুর মানেও উন্নতি হয়েছে। ১৩৭ স্কোর নিয়ে তালিকার ৯ নম্বরে অবস্থান করছে ঢাকা। অর্থাৎ ঢাকার বায়ুর আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’।