January 22, 2025
Capture
সংস্থা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদসহ বেশ কয়েকজন নেতার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না। বুধবার (১ ডিসেম্বর) বিকাল থেকে তাদের আইডিগুলো সার্চ করে পাওয়া যায়নি।  

এই তালিকায় আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আবদুল্লাহসহ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকজন।


বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত তাদের ভেরিফায়েড আইডিগুলো খুঁজেও পাওয়া যায়নি।


অনেকেই ধারণা করছেন, এই আইডিগুলো ডিজেবল হয়ে গেছে। তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ভেরিফায়েড ফেসবুক আইডি এখনো সচল রয়েছে। যদিও গত ২৪ ঘণ্টায় সেই আইডি থেকে কোনো স্ট্যাটাস বা বার্তা দেয়া হয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক জানান, "তাদের আইডিগুলোতে কিছু সমস্যা হচ্ছিল। তাই নেতারা নিজেরাই আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন। এ ধরনের সমস্যার জন্য যারা দায়ী, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই কাজের সঙ্গে বাংলাদেশের কয়েকজন জড়িত।"

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম গণমাধ্যমকে বলেন, "কয়েকটি আইডিতে সাইবার হামলা হয়েছে। সতর্কতার জন্য আমি, হাসনাতসহ কয়েকজন আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছি।"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *