
পহেলা বৈশাখকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় ইলিশ মাছের অস্বাভাবিক দাম বাড়ার পর এখন কিছুটা কমেছে। বড় ইলিশের দাম কেজিতে প্রায় হাজার টাকা কমেছে। বাজারে এক কেজি সাইজের ইলিশের কেজি এখনো আড়াই হাজার টাকার ওপরে। ছোট ইলিশের দামও বেশ চড়া। একদিন আগে এই ইলিশের কেজি ৩ হাজার থেকে ৩ হাজার ৪০০ টাকা ছিল। রামপুরা বাজারে ইলিশ বিক্রেতা করা মো. আসলাম বলেন, গতকালের তুলনায় আজ ইলিশের দাম কম। গতকাল যে ইলিশের কেজি ২ হাজার ২০০ টাকা বিক্রি করেছি, আজ তা ১ হাজার ৮০০ টাকায় বিক্রি করছি। ইলিশের দাম বেশি হওয়ার কারণে বিক্রি খুব কম হচ্ছে। একজন ব্যবসায়ী ছোট ছোট ইলিশের কেজি ১ হাজার ২০০ টাকা বিক্রি করছেন। কামাল নামের এই ব্যবসায়ীও জানান, গতকালের তুলনায় আজ ইলিশের দাম কম। শান্তিনগর বাজার থেকে ইলিশ কেনা মো. সাইফুল ইসলাম বলেন, গতকাল ১ কেজি ১০০ গ্রামের একটা ইলিশ কিনেছিলাম ৩ হাজার ৩০০ টাকা কেজি। আজ বাজারে এসে দেখি সেই ইলিশ ২ হাজার ৬০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।