April 16, 2025
wssz

চিকিৎসা ও সেবার মাধ্যমে অসুস্থ প্রাণীর সেবায় নিয়োজিত এক তরুণ। বাইসাইকেল চালিয়ে ঘুরে ঘুরে অসুস্থ কুকুরকে ওষুধ ও সেবা দিয়ে থাকেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রাণীদের সেবা নিয়ে কাজ করা দেবজ্যোতি চক্রবর্তী দ্বীপের কথা। যে এসব প্রাণীর পাশে দাঁড়ানোকে নিজের কর্তব্যে পরিণত করেছেন। অসুস্থ প্রাণীর চিকিৎসাসহ সেবা দিচ্ছেন নিজ উদ্যোগে। শহরের একটি বেসরকারি ক্লিনিকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি করেন দ্বীপ। চাকরি করলেও মন-প্রাণ যেন সেসব প্রাণীর কাছে। চাকরি করে মাস শেষে পাওয়া সেলারির বড় অংশটা ব্যয় করেন প্রাণীর চিকিৎসার পেছনে।

নিজের জন্মদিনে ভালো কাজের অংশ হিসেবে বিভিন্ন এলাকার ১০টি কুকুরকে চিকিৎসাসেবা দিয়েছেন তিনি। যার মধ্যে শ্রীমঙ্গল সরকারি কলেজের ‘মন্টি’ ও পিচের মুখের ‘বিট্টু’ ছিল। সাইক্লিংয়ের সময় পর্যটকদের সচেতন করার জন্য দর্শনীয় জায়গায় গিয়ে নিজ উদ্যোগে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। শ্রীমঙ্গলের পর্যটন কেন্দ্রগুলোতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে আসেন শিক্ষার্থীরা। তারা যেখানে-সেখানে খাবারের প্লেট, প্যাকেট, পানির বোতলসহ ময়লা-আবর্জনা ফেলে যান। সেসব পরিষ্কার করে সচেতনতা তৈরি করা দীপের অন্যতম কাজ। যা জনমনে ইতিবাচক প্রভাব ফেলেছে। নিজের ভালো কাজ দিয়েই সবার কাছে সুপরিচিত এ তরুণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *