
থিয়েটার ফ্যাক্টরি মঞ্চে আনছে নতুন নাটক ‘কমলা রঙের বোধ’। নাটকের রচনা ও নির্দেশনায় রয়েছেন অলোক বসু। নাটকটির একটি টেকনিক্যাল শো অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল। প্রয়াত নাট্যব্যক্তিত্ব আলী যাকেরের স্মৃতির উদ্দেশে নাটকটি নিবেদন করা হবে। নির্দেশক অলোক বসু জানান, জীবনানন্দ দাশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও দেশে তাকে নিয়ে আলোচনা তুলনামূলকভাবে কম। নতুন প্রজন্মের কাছে তাকে আরও পরিচিত করে তুলতেই এই নাটকের পরিকল্পনা। নাটকের গল্প শুরু হয় ১৯৫৪ সালের ১৪ অক্টোবর, যখন কবি ট্রাম দুর্ঘটনার শিকার হন। এরপর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২২ অক্টোবর কবি মৃত্যুবরণ করেন। এই ৯ দিন হাসপাতালের বিছানায় শুয়ে কবি নিজের চিন্তার জগতে ফিরে যান, মুখোমুখি হন তার জীবন, স্বপ্ন, কল্পনা, দর্শন ও বাস্তবতার। জীবনানন্দের লিটারারি নোটসের মধ্য দিয়ে আজকের কিছু তরুণ কাব্যপ্রেমী আবিষ্কার করেন কবিকে।