April 15, 2025
WhatsApp Image 2025-04-12 at 2.39.20 PM

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের স্বচ্ছ জলে ফুল নিবেদনের মধ্যদিয়ে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়েছে পাহাড়ি জাতিগোষ্ঠীর মানুষ। ভোরে গঙ্গা দেবীর উদ্দেশ্যে নদীতে ফুল নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। এসময় সবাই পুরোনো বছরের সব দুঃখ, কষ্ট ও গ্লানি দূর করে নতুন বছর যাতে সুখ শান্তিতে কাটানো যায়, সে উদ্দেশ্যে পানিতে ফুল নিবেদন করেন। রাঙ্গামাটির রাজবন বিহারের পূর্ব ঘাটে ফুল নিবেদনে এসে তুলি চাকমা নামে এক নারী বলেন, ‘বিঝু আমাদের পাহাড়ি জনগোষ্ঠীদের প্রধান ঐতিহ্যবাহী উৎসব। আজ হচ্ছে বিজুর প্রথম দিন ফুল বিঝু। ফুল বিজুতে আমরা পানিতে ফুল নিবেদন করে মা গঙ্গা দেবীর কাছে আমরা সকলে প্রার্থনা করি, পুরোনো বছরের সব দুঃখ, কষ্ট ও গ্লানি দূর করে নতুন বছর যাতে সুখ শান্তিতে কাটাতে পারি।’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেন, ‘বিঝু মানে চেতনা, বিঝু মানে আনন্দ-উচ্ছ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *